পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মানিকের জয়
শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান। কুড়িগ্রামের কৃতি সন্তান মানিক হাত না থাকায় পা ব্যবহার করে লেখাপড়া করেন। সম্প্রতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার হলে তিনি পা ব্যবহার করেন। আর এরপরই বিস্ময়কর সাফল্য অর্জন করে ‘বি’ ইউনিটের মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করেন।রোববার (১১ মে) ফলাফল প্রকাশিত হলে মানিকের এই কৃতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ভর্তি পরীক্ষায় মানিকের অংশগ্রহণের ছবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ থেকে আগেই ভাইরাল হয়েছিল। তাই মানিকের মতো একজন জুনিয়র পেয়ে সবাই খুশি।
জানা গেছে, জন্ম থেকেই দুই হাত না থাকলেও মানিক হার মানেননি। মানিকের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামে। মানিক ২০২২ সালে ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে তিনি গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। তার বাবা মিজানুর রহমান একজন ওষুধ ব্যবসায়ী এবং মা মরিয়ম বেগম একজন সহকারী অধ্যাপিকা।
মানিকের ইচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করার। মানিক জানান, 'আল্লাহর রহমত, বাবা-মা ও শিক্ষকদের ভালোবাসা আর দোয়ায় আজ এই জায়গায় আসতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারি।'
মানিকের বাবা-মা বলেন, 'শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা তাকে কখনো প্রতিবন্ধী ভাবিনি। ছোট থেকেই তাকে পা দিয়ে লেখার চর্চা করিয়েছি। তার মনোযোগ, পরিশ্রম আর আত্মবিশ্বাসই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।'
Join US on Facebook
Popular Posts
-
ভ্রম শুধু মানুষ নয়, যন্ত্রেরও হয়। বলা ভাল, যন্ত্রমাত্রই হয়। কিন্তু সংশোধনের উপায় জানা না থাকলে সমস্যা। ঠিক এই গেরোতেই আটকে রয়েছে ‘কোয়ান্টা...
-
শারীরিক প্রতিবন্ধী মানিক রহমান। কুড়িগ্রামের কৃতি সন্তান মানিক হাত না থাকায় পা ব্যবহার করে লেখাপড়া করেন। সম্প্রতি হাজী মোহাম্মদ দানেশ বিজ...
No comments:
Post a Comment